১০০ কোটি ডলার আয় করে শীর্ষে স্পাইডারম্যান

বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে। ২০২১ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রও এখন এটি। বক্স অফিসে আয়ের দৌড়ে চীনের তৈরি কোরিয়ান যুদ্ধের মহাকাব্য ‌‘দ্য ব্যাটল অফ লেক চাংজিন’কে হারিয়েছে স্পাইডারম্যান। ‘দ্য ব্যাটল অফ লেক চাংজিন’র বিশ্বব্যাপী আয় ৯০০ মিলিয়ন ছাড়িয়েছে।

মিডিয়া ডেটা অ্যানালিটিক্স ফার্ম কমস্কোরের মতে, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’র আগে ২০১৯ সালের ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অফ স্কাইওয়াকার’ ১০০ কোটি ডলারের বেশি আয় করা শেষ মুভি। মহামারী শুরু হওয়ার পর থেকে হলিউডের অন্য কোনও প্রযোজনা সেই বক্স অফিসের মাইলফলক পৌঁছানোর কাছাকাছি আসেনি।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স ফিল্মের নতুন ছবিটির আয় বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির ডলারের ঘর ছুঁয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সিনেমার বাজার চীনে সনি ও ডিজনির সহপ্রযোজিত ছবিটি মুক্তি পায়নি।

আরো পড়ুন:

যে সিনেমাগুলো স্থান পেলো অস্কারের সংক্ষিপ্ত তালিকায়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *