আইন আদালত

লঞ্চে আগুন : হাইকোর্টে পৃথক রিট করলেন এড. সৌমিত্র সরদার

আদালত প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগার ঘটনায় আজ রবিবার (২৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট মামলা দায়ের করা হয়েছে। রিটে বাদী হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট সৌমিত্র সরদার। আইনজীবী হিসেবে আছেন সুপ্রিম কোর্টের এডভোকেট আনিসুর রহমান। এছাড়া অন্যান্য অনেক আইনজীবী রয়েছেন। রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং বিআইডব্লিটিএ কে।

বরগুনা জেলার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে এডভোকেট সৌমিত্র সরদার এই রিট মামলাটি করেন।

রিটের বিষয়ে ধূমকেতু বাংলাকে এডভোকেট সৌমিত্র সরদার বলেন, “অভিযান-১০ লঞ্চে বিগত ২৪-১২-২০২১ গভীর রাতে একটি দুর্ঘটনা ঘটে, যাতে এখন পর্যন্ত ৪২ জন লোক মারা যান এবং শতাধিক লোক দগ্ধ হন। এই ঘটনাকে কেন্দ্র করে বিগত ২৫.১২.২০২১ দৈনিক প্রথম আলোতে ‘চলন্ত লঞ্চে হঠাৎ আগুন নিহত ৩৮’ শিরোনামে একটি রিপোর্ট ছাপা হয়। এই রিপোর্ট উল্লেখ করে রিটটি করা হয়েছে।”

রিটে কেন ভিকটিম ফ্যামিলি এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ; এবং জীবিত যারা আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে- এই মর্মে ১৫ দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে রিপোর্ট দাখিলের কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের সকল যাত্রীবাহী লঞ্চ এবং জাহাজের কন্ডিশন, ফিটনেস এবং লাইসেন্স এর বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট দিতে ১০ দিনের মধ্যে নির্দেশ দিতে বলা হয়েছে। এছাড়া  অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়েছে এবং লঞ্চে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে বিবাদীগণের অবহেলা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল চাওয়া হয়েছে। মামলাটি আগামীকাল সোমবার হাইকোর্টে শুনানির জন্য তালিকায় থাকতে পারে।

এদিকে, পৃথক আরেক রিটে নিহতদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে এবং গুরুতর আহত ব্যক্তিদের জন্য ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আরো পড়ুন:

লঞ্চে আগুন ঘটনায় ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *