প্রচ্ছদ

বিশ্বের বিরলতম স্তন্যপায়ী প্রাণীর খোঁজ মিললো

ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: বিশ্বের বিরলতম স্তন্যপায়ী প্রাণীদের একটি তাকিন। সম্প্রতি ভারতের ভারতের অরুণাচল প্রদেশের দুর্গম জঙ্গলে যা দেখা গেছে।

ভারতের বন বিভাগ জঙ্গলে কী পরিমাণ স্নো লেপার্ড আছে তা নির্ধারণ করার জন্য ক্যামেরা লাগিয়েছিলো। তাতে ধরা পড়ে তাকিনের ছবি।

বন বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, তাকিন মূলত ছাগল প্রজাতির প্রাণী। এই প্রাণী এতই বিরল যে তা লাল তালিকার অন্তর্ভুক্ত। অর্থাৎ যা অতিবিরলের তালিকায় পড়ে।

অরুণাচলপ্রদেশের দুর্গম জঙ্গলে এই প্রাণীর অস্তিত্ব আছে তা জানতো না কেউ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৫০০ মিটার উঁচুতে এর সন্ধান মিলেছে।

ওই অঞ্চলটি মূলত পাহাড় বেস্টিত। যা এতটাই দুর্গম যে সাধারণত মানুষ সেখানে যায় না।

স্থানীয় এক বন কর্মকর্তা জানান, আমরা জানি এশিয়ার, বিশেষ করে হিমালয়ের পাহাড়ি এলাকাতে ছিল তাকিন। এত দিন তা দেখাই যায়নি। কারণ জঙ্গল নষ্ট এবং নির্বিচারে হত্যা করার কারণেই এই প্রাণীটির অস্তিত্ব দেখা যায়নি। আমরা খুবই আনন্দিত যে এই প্রাণীকে দেখা গেছে অরুণাচলপ্রদেশের দুর্গম জঙ্গলে।

ক্যামেরাতে অবশ্য একটি মাত্রই তাকিন ধরা পড়েছে। তাই ঠিক কতগুলো তাকিন ওই বনে আছে তা এখনই জানা যাচ্ছে না।

তাকিন সাধারণত ৩৮ থেকে ৫৫ ইঞ্চি লম্বা হয়। ওজন হয় ৩০০ থেকে ৩৫০ কেজি। পুরুষ তাকিনের তুলনায় মেয়ে তাকিন আকারে বড় হয়, ওজনও হয় বেশি।

আরো পড়ুন:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *