বিনোদন

যে সিনেমাগুলো স্থান পেলো অস্কারের সংক্ষিপ্ত তালিকায়

বিনোদন ডেস্ক, ধূমকেতু বাংলা: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আয়োজন একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। আগামী বছরের ২৭ মার্চ বসতে যাচ্ছে অস্কারের ৯৪তম আসর। আজ বুধবার অস্কার কর্তৃপক্ষ ঘোষণা করেছে প্রতিযোগিতার ১০টি শাখার সংক্ষিপ্ত তালিকা। এর মধ্যে আছে বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের বিভাগ ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’। এ শাখায় মনোনয়নের জন্য বিশ্বের প্রতিটি দেশ থেকে একটি সিনেমা আহ্বান করে অস্কার কর্তৃপক্ষ। চলতি বছরে ৯৩টি দেশের সিনেমা জমা পড়ে। সেখান থেকে ভোটের মাধ্যমে ১৫টি সিনেমা নিয়ে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।

১৯৫৪ সাল থেকে অস্কার আয়োজকেরা বিশ্বের প্রতিটি দেশ থেকে একটি সিনেমা জমা নেন। বিশ্বের সম্মানজনক এ আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম শাখায় ফিনল্যান্ড, ইরান, জাপান, মেক্সিকোসহ ১৫টি দেশের সিনেমা স্থান পেয়েছে। এসব সিনেমায় মানবিকভাবে উঠে এসেছে পৃথিবীর মৌলিক সমস্যাসহ সমসাময়িক বিশ্বের নানা চ্যালেঞ্জ।

একনজরে সংক্ষিপ্ত তালিকায় থাকা সিনেমাগুলো—

গ্রেট ফ্রিডম (অস্ট্রিয়া), পরিচালক: সেবাস্তিয়ান মিজ

প্লে গ্রাউন্ড (বেলজিয়াম), পরিচালক: লরা ওয়ান্ডেল

লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম (ভুটান), পরিচালক: পাও চোয়নিং দর্জি

ফ্লি (ডেনমার্ক), পরিচালক: জোনাস পোহের রাসমুসেন

কম্পার্টমেন্ট নম্বর সিক্স (ফিনল্যান্ড), পরিচালক: ইউহো কুওসমানেন

‘ড্রাইভ মাই কার’ সিনেমাটির একটি দৃশ্যে প্রধান দুই অভিনয়শিল্পী

‘ড্রাইভ মাই কার’ সিনেমাটির একটি দৃশ্যে প্রধান দুই অভিনয়শিল্পীছবি: সংগৃহীত

আই অ্যাম ইয়োর ম্যান (জার্মানি), পরিচালক: মারিয়া শ্রেডার

ল্যাম্ব (আইসল্যান্ড), পরিচালক: ভ্লাদিমির জনসন

আ হিরো (ইরান), পরিচালক: আসগর ফরহাদি

দ্য হ্যান্ড অব গড (ইতালি), পরিচালক: পাওলো সরেন্তিনো

ড্রাইভ মাই কার (জাপান), পরিচালক: রিয়ুসুকে হামাগুচি

হাইভ (কসোভো), পরিচালক: ব্লের্টা বাশোল্লি

দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে), পরিচালক: জোয়াকিম ট্রিয়ার

প্রেয়ারস ফর দ্য স্টোলেন (পানামা), পরিচালক: তাতিয়ানা হুয়েজো

প্লাজা ক্যাটেড্রাল (পানামা), পরিচালক: আবনের বেনাইম

দ্য গুড বস (স্পেন), পরিচালক: ফার্নান্দো লিওন ডি আরানো

সংক্ষিপ্ত তালিকায় থাকা ১৫টি সিনেমার মধ্যে রয়েছে ইরানের ‘আ হিরো’

সংক্ষিপ্ত তালিকায় থাকা ১৫টি সিনেমার মধ্যে ৫টি সিনেমা অস্কারের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনয়ন পাবে। মনোনয়ন পাওয়া সেরা পাঁচটি সিনেমার তালিকা প্রকাশিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। পর্যায়ক্রমে সেরা সিনেমা, সেরা অভিনয়শিল্পীসহ অন্যান্য শাখার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। প্রথম ধাপে অস্কার অরিজিনাল সং, ডকুমেন্টারি ফিচার, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল, সাউন্ড, ভিজ্যুয়াল এফেক্টসহ ১০টি শাখার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অস্কার কর্তৃপক্ষ। এ বছর বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিতে পারেনি।

আরো পড়ুন:

বাংলায় ডাবিংকৃত ইরানি সিরিয়াল ‘ব্লু হোয়েল’ আসছে একুশে টিভিতে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *