ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও নিবিড় করে তোলা উচিত। ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী গতকাল সন্ধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ উপলক্ষে আয়োজিত আলোচনা চক্রে এ মন্তব্য করেন। জাতীয় কংগ্রেসের মুক্তিযুদ্ধ স্মারক কমিটি দিল্লির জওহর ভবনে এ আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে রাহুল গান্ধী, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা ছিলেন। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এটা অত্যন্ত গর্বের বিষয় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জাতিসংঘ এই স্বীকৃতি এমন সময় দিয়েছে যখন বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।’
তিনি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসী ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘আমেরিকার ভ্রকুটি উপেক্ষা করে তিনি লড়াকু বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছিলেন।’ সোনিয়া বাংলাদেশিদের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন।
আরো পড়ুন: