প্রচ্ছদ

ডিসেম্বরের মাঝেই ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

মুস্তফা কাজেমি বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে। তবে এখন থেকে কিছু বিদেশি সেনা ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করবে।

এর আগে গত বৃহস্পতিবার ইরাকের একজন সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

মার্কিন সরকার গত জুলাই মাসে জানিয়েছিল, তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর নাগাদ ইরাকে ‘যুদ্ধ অভিযান’ শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে।

ইরাকের প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় আরও বলেছেন, ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারে প্রমাণিত হচ্ছে যে, তার দেশের জনগণ নিজেদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে।

আরো পড়ুন:

লাহোরে ট্রেন থামিয়ে দই কিনায় সাসপেন্ড হলেন চালক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *