ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে প্রচলিত টিকার দুই ডোজ যথেষ্ট নয় বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তাদের মতে, টিকার তৃতীয় ডোজ ধরনটির বিরুদ্ধে সুরক্ষার হার ৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়।
বিশ্বজুড়ে ওমিক্রনের ভয়াবহতার তথ্য ছড়িয়ে পড়ার পর আশঙ্কা করা হচ্ছিল, প্রচলিত টিকা এর বিরুদ্ধে খুব একটা কাজ করবে না। ওমিক্রন ও ডেলটা ধরন নিয়ে যুক্তরাজ্যের এক গবেষণাতে একই তথ্য উঠে আসে। খবর বিবিসির।
ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা যাচাই করতে ধরনটিতে আক্রান্ত ৫৮১ এবং ডেলটায় আক্রান্ত কয়েক হাজার ব্যক্তিকে নিয়ে গবেষণা চালান যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। সেখানে দেখা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমে এসেছে। ফাইজারের টিকার দুটি ডোজ নেওয়ার পর সুরক্ষার হার উল্লেখযোগ্যভাবে কমতে দেখা যায়। গবেষণায় দেখা যায়, টিকাগুলোর তৃতীয় ডোজ নিলে করোনার বিরুদ্ধে সুরক্ষার হার বেড়ে ৭০ থেকে ৭৫ শতাংশে দাঁড়ায়।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) আশঙ্কা করছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে মোট করোনা সংক্রমণের অর্ধেকই ওমিক্রনের মাধ্যমে ছড়াবে। ধরনটির বিস্তার প্রতিরোধ করা না গেলে মাসের শেষের দিকে যুক্তরাজ্যে ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হবে।
প্রাথমিকভাবে এসব অনুমানকে সতর্কতার সঙ্গে আমলে নিতে হবে বলে মত দিয়েছেন ইউকেএইচএসএ টিকাদান বিভাগের প্রধান মেরি রামসে। তিনি বলেন, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ডেলটার তুলনায় ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বলে এসব ইঙ্গিত মিলছে।
আরো পড়ুন: