প্রচ্ছদ

মহাকাশ স্টেশনে প্রথম সংবাদ মাধ্যম কার্যালয় চালু করছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: বিশ্বের প্রথম সংবাদ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্যালয় চালু করতে যাচ্ছে রুশ বার্তা সংস্থা ‘তাস’। বার্তা সংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে রিপোর্ট প্রকাশ করবে। তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে।

রুশ নায়ক নভোচারী আলেকজান্ডার মিসুরকিন মহাকাশে তাসের সংবাদদাতা হিসেবে কাজ করবেন। তিনি হতে যাচ্ছেন প্রথম মহাকাশ সাংবাদিক। তিনি সয়ুজ এমএস ২০ মহাকাশ যানে করে মহাকাশে পৌঁছেছেন। তার সঙ্গী ছিলেন জাপানী ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া ও সহযোগী ইয়োজো হিরানা।

গত ১৭ নভেম্বর তাস ও রসকসমসের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর তাস’র সিইও সার্গেই মিখাইলভ বলেছেন, তাস’র সকল কর্মীর নভোচারীদের সহকর্মী হিসেবে পাওয়া বড় সম্মানের।

রসকসমসের সিইও দিমিত্রী রোগোজিন বলেছেন, মহাকাশে তাস’র কার্যালয় খোলার কারণে আরও অনেক বেশি লোক রাশিয়ার মহাকাশ কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।

রুশ বার্তা সংস্থা তাস এর কর্মীসংখ্যা প্রায় দুই হাজার। বিশ্বের ৬০টি দেশে তাদের ৬৩টি ব্যুরো অফিস রয়েছে।

আরো পড়ুন:

বাংলাদেশি বংশোদ্ভূত সারা পেলেন ক্লাইমেট ব্রেকথ্রু অ্যাওয়ার্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *