পর্যটন ও পরিবেশ

সম্মত দুই দেশ, দ্রুতই শুরু হবে ঢাকা-টরন্টো ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি’র সঙ্গে  সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই-কমিশনার বেনোই প্রেফনটেইন। রবিবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতর কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব জননেন্দ্র নাথ সরকার ও কানাডিয়ান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর অ্যাঞ্জেলিনা ডার্ক উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে। ঢাকা-টরন্টো ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের সব ধরনের সহযোগিতা একান্তভাবে কাম্য।

জবাবে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বলেন, ঢাকা টরন্টো সরাসরি ফ্লাইট যোগাযোগ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সব ধরনের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করবে। আমরা আশা করি অচিরেই ঢাকা-টরন্টো ফ্লাইট শুরু করা যাবে। এই ব্যাপারে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

আরো পড়ুন: 

ভ্রমণে নতুন বিধিনিষেধ জারি যুক্তরাজ্যের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *