ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: বাংলাদেশসহ সব দেশ থেকে ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে আগামী মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন হবে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় ব্রিটেনের হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে মঙ্গলবার থেকে লিটারেল ফ্লো টেস্ট বা পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।’
ওমিক্রন ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এ ঘোষণা দিলো ব্রিটিশ সরকার।
উল্লেখ্য, ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার প্রতিদিন বাড়ছে। ব্রিটেনের বিভিন্ন স্থানে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে নিউক্যাসলের উইটলি বে এলাকার বাসিন্দা বেলাল আহমদ (৫৩) গত সপ্তাহে মারা গেছেন। বেলাল আহমেদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কান্দিগ্রামে।
আরো পড়ুন:
অতিসংক্রামক হলেও সাধারণ ঠান্ডা-জ্বরের বৈশিষ্ট্য আছে ওমিক্রনে