ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: আগামী ১৫ ডিসেম্বর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ভারত। শুক্রবার (২৬ নভেম্বর) ভারতের বিমান মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
ভারত পুনরায় আন্তর্জাতিক প্লেন যোগাযোগ চালু করতে চাইলেও ১৪টি দেশের সঙ্গে এখনই সেটা শুরু হচ্ছে না। এ দেশগুলো হলো- ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও সিঙ্গাপুর।
করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে ভারত গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক প্লেন যোগাযোগ বন্ধ করে দেয়। তবে নিয়মিত প্লেন যোগাযোগ বন্ধ থাকলেও বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের এয়ার বাবল চালু রয়েছে।
আরো পড়ুন:
৩০ এপ্রিল বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলবে নিউজিল্যান্ড