প্রচ্ছদ

তুরস্কে বিপুল বিনিয়োগের ঘোষণা দিল আমিরাত

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: তুরস্কে বিনিয়োগের জন্য এক হাজার কোটি মার্কিন ডলারের একটি তহবিলের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বৃহস্পতিবার আমিরাতের পক্ষ থেকে তুরস্কের বিভিন্ন খাতে কৌশলগত বিনিয়োগে তহবিল বরাদ্দের এ ঘোষণা দেওয়া হয়।

আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ তুরস্ক সফর করছেন। গতকাল বুধবার রাজধানী আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর এক দিন পর এ ঘোষণা দিল আমিরাত। একে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ বলে বর্ণনা করেছে আরব নিউজ।

বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, তুরস্কের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এমন পদক্ষেপ।

আমিরাতের এ তহবিল দিয়ে মূলত কৌশলগত বিনিয়োগ বিশেষ করে খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে ডব্লিউএএম।

আরো পড়ুন:

এলডিসি থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন বাংলাদেশকে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *