নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বিচারিক দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মোছা. কামরুন্নাহারের ফৌজদারী বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় আদালতে হাজির হন বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সাবেক বিচারক মোছা. কামরুন্নাহার।
সুপ্রীম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকের মামলায় শুনানি শেষে তার ফৌজদারী বিচারিক ক্ষমতা কেড়ে নেন আদালত।
এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় পরবর্তীতে প্রকাশ করা হবে।
বনানী রেইনট্রি হোটেল ধর্ষণ মামলায় গত ১১ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর তৎকালীন বিচারক মোসা. কামরুন্নাহার ৫ আসামিকে খালাস দেন। রায়ে বিচারক ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা গ্রহণ না করার জন্য পুলিশকে সুপারিশ করেন।
এ সুপারিশের তীব্র সমালোচনা করেন আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তারা বলেছেন, এ রায় আইন ও বিচারের পরিপন্থী এবং ধর্ষকদের অপরাধ করতে উৎসাহিত করবে।
এ ঘটনার পর তাকে বিচারিক দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
আরো পড়ুন:
আপিল বিভাগে নিজ রায়ের ব্যাখ্যা দিলেন বিচারক কামরুন্নাহার