নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিপুল সংখ্যক টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জানিয়েছে ঢাকাস্থ চীন দূতাবাস।
দূতাবাস জানায়, আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে।
উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে শহরে শনাক্ত হয় প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। বাংলাদেশে আজ বুধবার পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ জন।