স্বাস্থ্য

জেলা পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের টিকাদান ২৬ নভেম্বর শুরু হতে পারে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: প্রথম ধাপে সারাদেশে ৪৭টি জেলা শহরে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনা প্রতিরোধক টিকা দেওয়া শুরু হতে পারে ২৬ নভেম্বর থেকে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রের বরাতে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।

গত ১ নভেম্বর থেকে ঢাকার আটটি স্কুলে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পরে আরও একটি কেন্দ্র বাড়ানো হয়েছে।

গত ১৫ নভেম্বর থেকে ৩৫টি জেলা শহরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে স্কুল শিক্ষার্থীদের টিকাদান।

এ বিষয়ে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, ২৫ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু করা হবে।

আরো পড়ুন:

আজ থেকে ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *