প্রচ্ছদ

তৃতীয় ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক, ধূমকেতু বাংলা: সংক্রমণ প্রতিরোধে করোনার টিকার বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।

তৃতীয় ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার ভ্যাকসিন। এতদিন অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হলেও, এখন থেকে সবাই নিতে পারবেন করোনার তৃতীয় ডোজ।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদের পর কাতারে শুরু হয়েছে গণহারে বুস্টার ডোজ কার্যক্রম। দেশটিতে এতদিন অগ্রাধিকার ভিত্তিতে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার তৃতীয় ডোজ প্রয়োগ করা হলেও এবার সবাইকে বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।

তবে করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পার হয়েছে এমন ব্যক্তিদের দেয়া হবে করোনার তৃতীয় ডোজ। স্থানীয়দের পাশাপাশী অভিবাসীদেরও দেওয়া হবে এই টিকা। কাতার সরকারের এ সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

চকাতারে এরইমধ্যে প্রায় শতভাগ মানুষকে করোনার ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ বিনামূল্যে দেওয়া হয়েছে। এবার গণহারে তৃতীয় ডোজের কার্যক্রম হাতে নিল কাতার।

আরো পড়ুন:

পাকিস্তানে ধর্ষকদের দ্রুত সাজা দিতে আইন পাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *