বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বলিউডের আলোচিত যুগল রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে জনপ্রিয় বাঙালি ডিজাইনার সব্যসাচীর পোশাক পরেছিলেন পত্রলেখা। সব সাজ ছাপিয়ে অভিনেত্রীর ওড়না নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ওড়নায় বাংলায় লেখা ছিল ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’।
বলিউডে কাজ করলেও পত্রলেখা আদতে বাঙালি। বিয়েতেও থাকলো সেই বাঙালিয়ানার ছোঁয়া। বিয়েতে সাদা শেরওয়ানি পরেছিলেন রাজ, সঙ্গে লাল পাগড়ি। লাল বেনারসি পরেছিলেন পত্র।
বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাজকুমার লিখেছেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’
পত্রলেখাও লিখেছেন, প্রেমিক, প্রিয়সঙ্গী, পরিবার ও আত্মার সঙ্গীকে বিয়ে করেছি। রাজ, তোমার স্ত্রী হওয়ার চেয়ে আর কোনো ভালো অনুভূতি হতে পারে না।
আরো পড়ুন:
সবচেয়ে বড় অর্কেস্ট্রা আয়োজন করে রাশিয়ার রেকর্ড ভাঙার পথে ভেনেজুয়েলা