ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: মেয়েদের মাধ্যমিক স্কুল খুলে দিয়েছে আফগানিস্তান সরকার। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দেশটির হেরাত শহরে ২৬টি স্কুল খুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে আফগান নারীদের মাঝে।
আফগানিস্তানে ফের ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল; কী হতে যাচ্ছে নারীদের ভবিষ্যৎ। বারবার তালেবান সরকার নারীদের সমঅধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যায় বাস্তবে।
তারই ধারবাবাহিকতায় চলতি বছরের সেপ্টেম্বরে নারীদের মাধ্যমিক স্কুল বন্ধ রেখেছিল। এরপর থেকেই হতাশা ও অনিশ্চয়তায় দিন কাটছিল আফগান নারীদের।
তবে বহু প্রতীক্ষার পর অবশেষে মেয়েদের মাধ্যমিক স্কুল খুলে দেওয়া হয় হেরাতে। বৃহস্পতিবার শহরটির ২৬টি স্কুল খুলে দেওয়া হয়। প্রায় দুমাস পর স্কুলে ফিরতে পেরে উচ্ছ্বসিত আফগান নারীরা। স্বস্তি ফিরেছে তাদের মাঝে।
এক স্কুল শিক্ষার্থী বলেন, আমরা চাই, মেয়েদের সব স্কুল খুলে দেওয়া হোক। নারীদের পড়াশুনা করা ও সমাজ গড়ার অধিকার রয়েছে। কারণ আফগানিস্তানে জনগোষ্ঠীর অর্ধেক নারী।
দেশটির এক নারী শিক্ষক বলেন, স্কুল আবার খুলে দেয়াতে শিক্ষক ও অভিভাবক সবাই খুশি। স্কুল বন্ধ থাকায় সবার মধ্যে হতাশা কাজ করছিলো। সবাই তাদের ভবিষৎত নিয়ে চিন্তিত।
এর আগে ১৯৯০ এর দশকের শাসনে নারীদের শিক্ষা অধিকারকে কঠোরভাবে নিষিদ্ধ করেছিলো তালেবান গোষ্ঠীটি।
আরো পড়ুন: