ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মঙ্গলবার দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাসাদে পৌঁছালে প্রেসিডেনশিয়াল গার্ডরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেয়।
এরপর ম্যাক্রোঁ ও শেখ হাসিনা ছবি তোলেন। পরে দুই নেতা এলিজে প্রাসাদে এক সঙ্গে মধ্যাহ্ন ভোজ ও বৈঠক করেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা।
রয়টার্স জানিয়েছে, ম্যাঁক্রোর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে আসা এক বিবৃতিতে বলা হয়, এই অঞ্চল মুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে ফ্রান্স ও বাংলাদেশের অবস্থান অভিন্ন। আর তার ভিত্তি আন্তর্জাতিক আইন এবং সবার সমৃদ্ধি।
সন্ধ্যায় ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে।
স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসে পৌঁছান শেখ হাসিনা।
বিমানবন্দরে নামলে ফরাসি বাহিনীর ২১ জন সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেয়।
প্যারিস সফরকালে প্রধানমন্ত্রী প্যারিস পিস ফোরামে অংশ নেবেন। ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
আগামী ১৩ নভেম্বর প্যারিস থেকে রওনা হয়ে পরদিন সকালে প্রধানমন্ত্রীর দেশে পৌঁছানোর কথা রয়েছে।
আরো পড়ুন:
মেয়াদ বাড়ছে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের