প্রচ্ছদ

চীন পরমাণু সমঝোতা নিয়ে অবস্থান স্পষ্ট করলো

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ফের নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে চীন। সোমবার বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের একমাত্র সঠিক উপায় হচ্ছে এই সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বেইজিং।

ওয়াং ওয়েন বিন বলেন, পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি থেকে ওয়াশিংটনকে সরে আসতে হবে। অন্যান্য দেশকেও এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, চলতি বছরের গোড়ার দিকে ভিয়েনায় ছয় দফা পরমাণু আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। সব পক্ষের উচিত ওই আলোচনা আবার শুরু করা। এর মাধ্যমেই অবশিষ্ট মতপার্থক্য নিরসন করা সম্ভব।

গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ছয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ওই সংলাপ বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

চীনকে টেক্কা দেওয়ার মত অস্ত্র পেল ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *