প্রচ্ছদ

দীপাবলিতে আতশবাজি ফোটানোয় নিষেধাজ্ঞা জারি ভারতে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবকে কেন্দ্র করে ভারতের হরিয়ানা রাজ্যের ১৪ জেলায় আতশবাজি ফোটানোয় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। রাজ্য সরকার এক বিজ্ঞপ্তিতে অনলাইনেও আতশবাজি কেনাবেচায় নিষেধাজ্ঞা দিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভিতে বলা হয়েছে, নভেম্বরে ভারতের যেই শহরগুলোতে তীব্র বায়ু দূষণ হয় সেখানেও এই নোটিশ কার্যকর হবে।

চলতি মাসে দিল্লির এক আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ৫ জন নিহত হন। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে ভারতে প্রচুর আতশবাজি ফোটানো হয়ে থাকে। এতে বায়ু দূষণ হয়। এমনকি দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতি এড়াতেই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

আরো পড়ুন:

ফুল বিক্রি করে সংসার চালান উরুগুয়ের প্রেসিডেন্ট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *