নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ২৫ অক্টোবর মধ্যরাত-১২টা ১ মিনিট থেকে পদ্মায় ইলিশ ধরা শুরু হয়েছে। জেলেরা পদ্মায় জাল ফেলে প্রচুর ইলিশ মাছ পাওয়ায় ইলিশে বাজার সয়লাব হয়েছে।
অনেক দিন পর বাজারে ইলিশ মাছ আসায় ক্রেতাদের ভিড় দেখা গেছে মাছ ব্যবসায়ীদের দোকানে।
সরেজমিন ঘুরে বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া মাছবাজার ও গোয়ালন্দের পৌর জামতলাবাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।
পৌর জামতলাবাজারে মাছ কিনতে আসা ক্রেতা সুমন জানান, ২২ দিন নদীতে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে। এখন বাজারে এক কেজি ওজনের ইলিশ ৪০০ টাকা কেজিতে কিনেছেন বলে জানান তিনি।
দৌলতদিয়াবাজারে মাছ কিনতে আসা ক্রেতা আমিরুল ইসলাম জানান, বাজারে ছোট-বড় বিভিন্ন সাইজের প্রচুর ইলিশ উঠেছে, তাই লোভ সামলাতে না পেরে মাছ কিনতে এসেছেন তিনি। তিনি এক কেজি ওজনের তিনটি ইলিশ মাছ ১০৫০ টাকা কেজি দরে কিনেছেন বলে জানান।
ইলিশ মাছ বিক্রেতা আব্দুল খালেক যুগান্তরকে বলেন, তিনি বিভিন্ন ধরনের পোনা মাছ বিক্রির ব্যবসা করতেন। কিন্ত ইলিশ ধরা শুরু হওয়ার পর বাজারে প্রচুর ইলিশের সরবরাহ থাকায় কয়েক দিন ধরে বিভিন্ন সাইজের ইলিশ মাছ বিক্রির ব্যবসা করছেন। মাছ বিক্রি করে দামও ভালো পাচ্ছেন বলে জানান তিনি।
আরো পড়ুন:
আরও ১০ দিন বাড়ল ভারতে ইলিশ রপ্তানির সময়