রক্তাক্ত ঐতিহ্য
খোকন কুমার রায় :
সহস্র বছর বইছে রক্ত ঐতিহ্যের ধারায়
বাঙ্গালী সত্তা ধারণ করছি বংশ পরম্পরায়
কোন শকুনে আঁচড় কাটে মোর প্রিয় বাংলায়
ধৃষ্টতা দেখে ভরে ওঠে ক্রোধ শিরা উপশিরায়।
সকলে মিলে একসাথে রই সহস্র বছর ধরে
বাংলায় বাঁচি বাংলায় মরি মোরা জড়াজড়ি করে
আমার মায়ের আঁচলে দিস না তোর ঐ কালো হাত
ক্রোধের আগুনে জ্বলে উঠে দেবো ভেঙ্গে তোর বিষদাঁত
যতবারই এসেছে আঘাত ছিল উন্নত শির
সিংহের মতো লড়ি মোরা গর্বিত মহাবীর
ঐ যে কারা জোট বেঁধে করে সংস্কৃতি উৎখাত
ধমনীতে মোদের বাংলার বাণী নেই কোনো জাতপাত
মিটবে না তোদের মনের আশা নৃশংস কৌশলে
মোর সংস্কৃতি যায় না মোছা ইতিহাস তাই বলে
সংস্কৃতি বহে রক্ত প্রবাহে রয় অস্থি মজ্জায়
ধ্বংস কখনো যায় না করা বহে আপন ধারায়
শকুনেরা সব অপেক্ষায়, কখন সুযোগ পায়
হিংস্রভাবে আঁচড় কাটে আমার পতাকায়
সময় হয়েছে তাড়াতে শকুন বাংলার মাটি থেকে
নয়তো এমনি আঁচড় কাটবে ওরা আমাদের বুকে।
আরো পড়ুন: