নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: করোনাভাইরাস মহামারীর কারণে অনলাইনেই চলছিল শিক্ষা কার্যক্রম। ফলে এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আজ রবিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই চিত্রটা পাল্টে গেছে। সকাল থেকেই সশরীরে ক্লাসে অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করে ক্লাসে প্রবেশ করানো হচ্ছে। প্রত্যেকের মুখেই মাস্ক দেখা গেছে। শিক্ষার্থীরা জানান, এতদিন অনলাইনে ক্লাস করেছেন তারা। আজ ক্লাসে ফিরতে পেরে খুবই উচ্ছ্বসিত।
অনেকে ক্লাস শুরুর নির্ধারিত সময় আগেই চলে এসেছেন ক্যাম্পাসে। সেই চিরচেনা পরিবেশ ঘুরে ঘুরে দেখছেন তারা। এক শিক্ষার্থী জানান, আমি আজ ক্লাসের আগেই চলে এসেছি। সবকিছু ঘুরে ঘুরে দেখছি। কী যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না।
করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের মার্চে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সংক্রমণ কমে আসায় সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হবে, থাকবে ভিন্নতা