নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: গার্মেন্ট শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে গঠিত তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বিকাশ।
গতকাল রোববার বিজিএমইএর রাজধানীর গুলশান কার্যালয়ে সংগঠনের সভাপতি ফারুক হাসানের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি শহীদুলল্গাহ আজিম, বিকাশের পে-রোল বিজনেস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এটিএম মাহবুব আলমসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০১৫ সাল থেকে ডিজিটাল স্যালারি ডিজবার্সমেন্ট সেবার মাধ্যমে প্রায় সাড়ে সাত লাখ গার্মেন্ট শ্রমিকের বেতন বিতরণে ভূমিকা রাখছে বিকাশ। এর পাশাপাশি এমএফএস সেবার ব্যবহারে শ্রমিকদের প্রশিক্ষণ, শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষ গ্রাহকসেবা নিশ্চিত করাসহ তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিকাশ। সংবাদ বিজ্ঞপ্তি।
আরো পড়ুন: