সংস্কৃতি

শিল্পকলায় চলছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব, আজ দেখুন নাটক ‘র‍্যাডক্লিফ লাইন’

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপজীব্য করে ঢাকার শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন ও উন্মুক্ত মঞ্চে শুরু হয়েছে ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলা এ উৎসবটি উৎসর্গ করা হয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শিল্পকলা একাডেমির তিনটি মঞ্চে দেশের ভিন্ন ভিন্ন নাট্যদলের উপস্থাপনায় নাটক মঞ্চায়িত হবে।

 

উৎসবে আজ দেখুন:

নাটক- র‍্যাডক্লিফ লাইন (২২তম প্রদর্শনী)।

মঞ্চায়ন করবে – বাতিঘর

রচনা ও নির্দেশনা : মুক্তনীল

সময় : সন্ধ্যা ৭টা

স্থান : স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা।

অভিনয়ে : খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার।

আলোক পরিকল্পনা: তানজিল আহমেদ,

মঞ্চ পরিকল্পনা : খালিদ হাসান রুমি ও তাজিম আহমেদ শাওন।

সংগীত : জনি সেন রুবেল, সাদ্দাম রহমান।

আরো পড়ুন:

বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বিষয়ে কঠোর সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *