ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে দুই পরাশক্তির বিরোধিতা পর্বতসম স্পষ্ট। এবার সেই ইস্যুতেই চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে কথা বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার তাইওয়ান নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কথাটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, ‘আমি শি জিন পিংয়ের সঙ্গে তাইওয়ান নিয়ে কথা বলেছি। আমরা সম্মত হয়েছি তাইওয়ান চুক্তি মেনে চলব।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি, চীনের প্রেসিডেন্ট চুক্তির অন্যথা করবেন না।’
জানা যায়, তাইওয়ান সম্পর্ক চুক্তি বা ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’ অনুসারে, যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে। আর তাইওয়ানের ভবিষ্যৎ শান্তিপূর্ণ উপায়ে নির্ধারিত হবে।
চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। চলমান উত্তেজনার জন্য বেইজিংকে দোষারোপ করে আসছে তাইওয়ান। অন্যদিকে, তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে চীন।
আরো পড়ুন:
চালক সংকট সামাল দিতে সেনা মোতায়েন দিলো ব্রিটেন