ডাকছে আমার দেশ
নিকুঞ্জ কুমার বর্মন :
ডাকছে আমার মাটি, ডাকছে আমার দেশ,
এ মাটিতে জন্ম আমার জীবন করব শেষ।
বসন্তেরি আম বাগানে, সুগন্ধি মুকুল,
গ্রীষ্মে পাকে আম কাঁঠাল, ফুটে যে বকুল,
ফুল বাগানে তরুণীদের মাথায় বিনিকেশ।
ডাকছে আমার মাটি, ডাকছে আমার দেশ।
বর্ষাকালে ব্যাঙের ডাকে, মন যে হয় ব্যাকুল,
শরৎকালে নদীর ধারে, ফুটে কাশের ফুল,
পথ চলে নতুন বধূ গায়ে সুন্দর বেশ।
ডাকছে আমার মাটি, ডাকছে আমার দেশ।
হেমন্তেরি সোনালি ধান, মাঠেতে বিলকুল,
শীতকালে তুষার রাতে, কান্দেরে বুলবুল,
মায়ের কোলে ছোট শিশু মমতার নাই শেষ।
ডাকছে আমার মাটি, ডাকছে আমার দেশ।
এই দেশেতে ছবি আঁকতেন, শিল্পী জয়নুল,
এই মাটিতে ঘুমিয়ে আছেন, কবি নজরুল,
এসো গড়ি সবে মিলি সোনার বাংলাদেশ।
ডাকছে আমার মাটি, ডাকছে আমার দেশ।