খেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট মুহূর্তেই শেষ | টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বিশ্ব ক্রীড়া মঞ্চে ভারত-পাকিস্তান নিয়ে অন্যরকম উত্তেজনা-আবহ কাজ করে। যার রেশটা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই পাওয়া গেলো! রবিবার অনলাইনে টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টা পরই শেষ হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট!

শুধু বৈশ্বিক ইভেন্ট ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটিকে অন্য খেলায় মুখোমুখি হতে দেখা যায় না। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা মুখোমুখি হবে ২৪ অক্টোবর। দুবাইয়ে হতে যাওয়া সেই ম্যাচের সব আসনের টিকিটই বিক্রি হয়ে গেছে।

আইসিসির টিকিট বিক্রির ঘোষণা আসার পর পরই নাকি সহস্রাধিক দর্শক হুমড়ি খেয়ে পড়েন ওয়েবসাইটে। শুরুর দিকে ১০ হাজার টিকিট প্রত্যাশী থাকায় বাকিদের তখন অপেক্ষমান রাখা হয় অনলাইনেই! এই অপেক্ষমাণ রাখার স্থায়ীত্বকাল ছিল এক ঘণ্টারও বেশি! এরকম যুদ্ধের পরেও হতাশ হতে হয়েছে অনেককে!

আইসিসির এই টিকিট বিক্রি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম প্লাটিনামলিস্টে। রবিবার রাতেই সেখানে প্রিমিয়াম ও প্লাটিনাম ক্যাটাগরির টিকিটগুলো বিক্রি হয়ে যায়। প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার ৫০০ দিরহাম, যার বাংলাদেশি মূল্য প্রায় ৩৪ হাজার ৯৯৫ টাকা। প্লাটিনাম টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার ৬০০ দিরহাম। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার ৬৫৯ টাকা।

ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। ১৪ নভেম্বর দুবাইয়ে হবে ফাইনাল। সংযুক্ত আরব আমিরাতে সব ভেন্যুতেই ৭০ শতাংশ দর্শক থাকবে।

আরো পড়ুন: 

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে দর্শক

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *