ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: কাতারে করোনার শুরু থেকেই কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ব্যবস্থাপনা ও তদারকিতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কমিউনিটির ১৩৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
গত বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহায় দূতাবাস ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা সনদ প্রদান করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।
এ সময় তিনি করোনা মহামারির কঠিন দুঃসময়ে বাংলাদেশ কমিউনিটির অসহায়দের জন্য মানবিক সহায়তায় কর্মসূচিতে এগিয়ে আসায় সবাইকে ধন্যবাদ জানান।
কাতার সরকার ও বিভিন্ন সংস্থার পাশাপাশি বাংলাদেশ সরকারের পাঠানো ত্রাণসামগ্রী প্রবাসীদের মধ্যে বিতরণে সম্মাননা ও স্বীকৃতিস্বরূপ দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
আরো পড়ুন: