লেখালেখি

নতুন ২৩টি অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ২৩টি অনলাইন নিউজ পোর্টাল এবং ৬২টি দৈনিক অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

তথ্য মন্ত্রণালয় ৩০ সেপ্টেম্বর এসব অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছে।

পৃথক আদেশে বলা হয়েছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছর থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে।

সেই সময় প্রথম ধাপে ৩৪টি ও পরে ৫১টি অনলাইন পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

আরো পড়ুন:

চন্দ্রাভিযান নিয়ে নাসার প্রথম ডিজিটাল উপন্যাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *