ব্যক্তিত্ব

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সম্মাননা পেলেন বাংলাদেশের ফাইরুজ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আজ মঙ্গলবার ২০২১ সালের গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। এ পুরস্কার পেয়েছেন জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন ওম্যানের নির্বাহী পরিচালক Phumzile Mlambo-Ngcuka।

পাশাপাশি তিন জন পেয়েছেন গোলকিপার গ্লোবাল গোলস অ্যাওয়ার্ড। এর মধ্যে আছেন বাংলাদেশের ফাইরুজ ফাইজাহ বিথার। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করায় চেঞ্জমেকার অ্যাওয়ার্ড বিভাগে এ সম্মাননা পেয়েছেন তিনি।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ফাইরুজ ফাইজাহ বিথার অনলাইন প্ল্যাটফর্ম মনের স্কুলের সহপ্রতিষ্ঠাতা। তিনি ও তার সমমনা ৬ বন্ধু ওই প্রতিষ্ঠানের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা, কর্মশালার আয়োজন করেন, পাশাপাশি এ প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪/৭ ঘণ্টা মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

আরো পড়ুন:

ফটোগ্রাফার থেকে ইউটিউব বক্তা | সন্দীপের আয় বছরে ৩ কোটি টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *