প্রচ্ছদ

৪০তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ১৯ সেপ্টেম্বর


করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। মৌখিক পরীক্ষা আগেই হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছিল না।
বুধবার (১ সেপ্টেম্বর) পিএসসির এক বিবৃতিতে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর থেকে এই বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। স্থগিত থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা (সাধারণ ক্যাডার) শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর।  চলবে ১১ অক্টোবর পর্যন্ত।  এই সময়ে সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবে। এই বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৬ ফেব্রুয়ারিতে। 
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।
৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *