উন্নয়ন

যমুনায় কর্ণফুলীর মতো টানেল হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: যমুনা নদীতে কর্ণফুলীর মতো আরেকটি টানেল নির্মাণে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর বিকল্প একটি সেতুর প্রয়োজন আছে, দ্বিতীয় একটি টানেলের সমীক্ষা কার্যক্রম চলছে। সমীক্ষার সঠিক ফলাফল যদি আসে তাহলে ভবিষ্যতে সেখানে একটি টানেল নির্মাণ করা হবে। সরকারের এ ধরনের একটি চিন্তা-ভাবনার কথা জেনেছি। এটি বাস্তবায়িত হলে কর্ণফুলীর পর যমুনায় হবে দেশের দ্বিতীয় টানেল।’

খালিদ মাহমুদ বলেন, ‘যমুনা নদী অর্থনৈতিক করিডোর। এ নদীতে তিস্তার মতো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে ভাঙনের হাত থেকে জমি রক্ষা এবং নদীর পানিকে ব্যবহার করে কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা যাবে।’

খালিদ মাহমুদ বলেন, তিস্তা নদীকে ঘিরে আমাদের পরিকল্পনা আছে। বন্যার সময় প্রতিবছর তিস্তা নদী ভেঙে যাচ্ছে। ভাঙন রোধ করতে সঠিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হবে। নদীর পানি ধরে রেখে কাজে লাগানোর জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিস্তায় প্রকল্প নেওয়া বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ‘পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় আছে, চীন আগ্রহ প্রকাশ করেছে। এর বাইরেও ইউরোপীয় দেশ এবং ভারত আগ্রহ প্রকাশ করেছে। সবগুলোই পর্যালোচনা চলছে।’

অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

আরো পড়ুন:

অক্টোবরেই খুলে দেয়া হবে পায়রা সেতু: সেতুমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *