ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে একক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’ পদে ২০১৯ সাল ভিত্তিক নিয়োগের MCQ Test, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়- “ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৫টি ব্যাংকে (সোনালী ব্যাংক লি:, জনতা ব্যাংক লি:, অগ্রণী ব্যাংক লি:, রূপালী ব্যাংক লি: ও বিডিবিএল) সাধারণ নিয়োগের নীতিমালার আওতায় ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিগত ৩১/০১/২০২১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং- ১৬/২০২১ এর প্রেক্ষিতে প্রার্থীদের MCQ Test, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (http://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে”।
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ১৩/০৯/২০২১ তারিখ হতে ২৭/০৯/২০২১ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে।
২৭ সেপ্টেম্বরের পর প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের কোনো সুযোগ থাকবে না।
আরও পড়ুন: