প্রচ্ছদ

ভারত মহাসাগরে চীনকে রুখতে যুদ্ধজাহাজ ‘আইএনএস ধ্রুব’

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: পোশাকি পরিচয়, ‘পরমাণু ক্ষেপণাস্ত্র সন্ধানী যুদ্ধজাহাজ’। আদতে, ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা নৌবাহনীর প্রভাব বৃদ্ধির মোকাবিলায় ভারতের চ্যালেঞ্জ। ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে ‘আইএনএস ধ্রুব’। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং চীনের পরে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে এই গোত্রের যুদ্ধজাহাজ পেতে চলেছে ভারত।

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও এবং ‘ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন’ (এনটিআরও) যৌথ উদ্যোগে তৈরি এই আধুনিক যুদ্ধজাহাজ শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম নৌঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনায় যোগ দেয়।

বিশাখাপত্তমের ‘হিন্দুস্থান শিপ ইয়ার্ডে’ তৈরি ১০ হাজার টন ওজনের ধ্রুবর প্রধান বৈশিষ্ট্য তার অতি সংবেদনশীল ‘অ্যাক্টিড অ্যারে স্ক্যান রেডার’। যা অন্য দেশের গোয়েন্দা উপগ্রহের ‘গতিবিধি’ এবং পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের হদিস দেবে। শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রও মজুত রয়েছে এই যুদ্ধজাহাজে। এছাড়া গভীর সমুদ্রে শত্রু ডুবোজাহাজের সন্ধান এমনকি, সমুদ্রতলের গঠন সংক্রান্ত গবেষণার কাজেও সাহায্য করতে সক্ষম আইএনএস ধ্রুব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *