নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশকে ‘কুর্নিশ’ জানালো জাতিসংঘ। দক্ষিণ সুদানের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় সশস্ত্র বাহিনীর ৮৬১ জন সদস্যকে ‘কুর্নিশ’ জানিয়ে মেডেল দিয়েছে জাতিসংঘ।

বুধবার (১১ নভেম্বর) একটি অনুষ্ঠানে এই পদক দেয়া হয়।

‘ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান’ তাদের অফিশিয়াল টুইটারে জানিয়েছে, এর মধ্যে ১৯ জন নারী শান্তিরক্ষী আছেন।

‘কুর্নিশ গ্রহণ করো বাংলাদেশ,’ এভাবে সম্মান জানিয়ে টুইটারে লেখা হয়েছে, ‘আপনাদের ১৯ নারীসহ ৮৬১ জন সদস্য সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় চমৎকার কাজ করায় জাতিসংঘের মেডেল পাচ্ছে। অভিনন্দন।’

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বিশ্বের নানা প্রান্তে যারা শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন, তারা ‘ব্লু হেলমেটধারী’ হিসেবে পরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রতীক ‘ব্লু হেলমেট’। কয়েক দশক ধরে শান্তি মিশনে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম এখন শীর্ষে।

দ্বিতীয় স্থানে রয়েছে ইথিওপিয়া। তালিকায় বর্তমানে পাকিস্তানের অবস্থান পঞ্চম। সশস্ত্র বাহিনী ও পুলিশ মিলে বর্তমানে ৬ হাজার ৮৫০ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্ব শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *