নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: প্রাথমিক পর্যায়ের সব বার্ষিক পরীক্ষাও এ বছর নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আজ সোমবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হতে পারে। আর সেই পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
তবে কতগুলো বিষয়ের ওপর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা হবে, সেটা পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে। এছাড়া প্রাথমিক পর্যায়ের সব বার্ষিক পরীক্ষাও এ বছর নেওয়া হবে।
আরো পড়ুন:
ঝরে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে স্কুলগামী করতে হবে : মাহবুবুর রহমান মোল্লা