ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ২টি পদে মোট ৩৪ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কোনো আবেদন ফি লাগবেনা।
পদের নাম: সহকারী মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১৪
পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ২০
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়সসীমা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
বেতন
জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর টাকা ২২,০০০-৫৩,০৬০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (erecruitment.bb.org.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।