নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’-এর প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং-এ পাঁচ বছর পর বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালের পর চলতি বছর প্রকাশিত র্যাঙ্কিং-এ দেশের একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সেরা এক হাজারে স্থান করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এর আগে, ২০১৬ সালে এই র্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০-এর মধ্যে। এরপর ২০১৭ সালের র্যাঙ্কিং জায়গা হয়নি দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের। ২০১৮ সালের র্যাঙ্কিং -এ ঢাকা বিশ্ববিদ্যালয় এক হাজারেরও পর চলে যায়। এরপর ২০১৯, ২০২০ সালেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেরা এক হাজারে অবস্থান নিতে পারেনি।
এ বছর র্যাঙ্কিং-এ বাংলাদেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর অবস্থান ১০০১-১২০০ এর মধ্যে। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অবস্থান ১২০০ এর পরে। অন্যদিকে, তালিকায় থাকলেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ক্ষেত্রে কোনও ক্রম উল্লেখ করা হয়নি।
র্যাঙ্কিং-এ গত পাঁচ বছর ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এরপর সেরা পাঁচে আছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলোজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, বিশ্বের ১ হাজার ৬৬১টি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে এ র্যাঙ্কিং করা হয়েছে। র্যাঙ্কিং প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), জ্ঞান বিতরণ (নলেজ ট্রান্সফার) ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) প্রভৃতি মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়। আর শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা-উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকামের (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) ওপর ভিত্তি করে র্যাঙ্কিং বিন্যাস করা হয়।
আরো পড়ুন: