প্রচ্ছদ

আর্জেন্টিনায় তিন হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেবে ফেসবুক

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ল্যাটিন আমেরিকার প্রথম দেশ হিসেবে আর্জেন্টিনার মিডিয়া খাতে ১.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ফেসবুক। সাংবাদিকদের প্রশিক্ষণ ও অনলাইন খাতের উন্নয়নে এ অর্থ খরচ করা হবে।

গত সপ্তাহে প্রায় দেড়শ মিডিয়া আউটলেটের সাথে চুক্তি করেছে ফেসবুক। এ চুক্তির আওতায় ৩ হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হবে।

ল্যাটিন আমেরিকায় ফেসবুকের স্ট্যাটেজিক মিডিয়া পার্টনারশিপের হেড জুলিয়েটা শাম্মা বলেন, তিনি বছর ব্যাপী এ বিনিয়োগে ফেসবুক সব আকার ও অঞ্চলের মিডিয়া আউটলেটকে সাহায্য করবে।

এই চুক্তিতে বাণিজ্যিক প্রতিশ্রুতিও রয়েছে ৩০টি আর্জেন্টাইন আউটলেটের সাথে। এর মধ্যে আছে Clarin, La Nacion, Pagina12, Infobae এর মতো মিডিয়া আউটলেট।

আরো পড়ুন:

ব্রাজিলের ই-কমার্স সেক্টরে সিঙ্গাপুরের শোপির দাপট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *