নিজস্ব প্র্রতিবেদক, ধূমকেতু ডটকম: সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেড ও উদ্দীপনের মধ্যে ৩০০ কোটি টাকার একটি সিন্ডিকেশন ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। মেঘনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সোহেল আর কে হুসাইন এবং উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের এসইভিপি, কর্পোরেট ব্যাংকিংয়ের প্রধান কিমিওয়া সাদ্দাত, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব রিলেশনশিপ ইউনিট (কর্পোরেট ব্যাংকিং ডিভিশন), ম্যানেজার স্ট্রাকচার ফাইন্যান্স ইউনিট, (কর্পোরেট ব্যাংকিং ডিভিশন) এবং উদ্দীপনের সিনিয়র সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. শাহ আলম মিজি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও বিভাগীয় প্রধান (কমিউনিকেশন, পাবলিকেশন অ্যান্ড রিসার্চ) শ্যামা সরকার ও ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) অনুপ কুমার রায়সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: