লাইফস্টাইল

গৃহিনী থেকে বডিবিল্ডার: এক ভারতীয় নারীর জীবন বদলানোর গল্প

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ভারতের কিরন ডেম্বলার মস্তিষ্কে যখন জমাট বাধা রক্ত রয়েছে বলে চিকিৎসায় ধরা পড়লো তখন তিনি একজন গৃহিনী। শারীরিক ওই সমস্যাটি থেকে সেরে উঠলেও এর কারণে দেহের ওজন অনেক বেড়ে যায় তার। কিরন ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং তার জীবনযাত্রায় পরিবর্তন আনেন।

বর্তমানে ভারতের হাতে গোনা নারী বডিবিল্ডারদের মধ্যে একজন কিরন, যিনি তারকাদের প্রশিক্ষক হিসেবে এখন কাজ করেন। যে কোনো সফল বডিবিল্ডারের মতো তিনিও গর্বের সঙ্গে দেখাতে পারেন তার ‘সিক্স প্যাক’ পেশি।

নিচের ভিডিও লিংকে ক্লিক করে শুনুন তার গল্প:

https://www.bbc.com/bengali/news-55993697

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *