করোনায় আক্রান্ত বলিউড তারকা শাহরুখ খান
বলিউডে একের পর এক করোনায় আক্রান্তের খবর শোনা যাচ্ছে আর এবার করোনায় আক্রান্ত বলিউড তারকা শাহরুখ খান। এবার কভিডে আক্রান্ত হয়েছেন শাহরুখ খান। জানা গেছে, শাহরুখ খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে কেবল শাহরুখই নন, করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও।
বর্তমানে দুই অভিনেতাই আইসোলেশনে রয়েছেন।
শরীরে করোনার উপসর্গ থাকলেও তাঁরা সুস্থ রয়েছেন বলেই জানা গেছে। যদিও এখন পর্যন্ত শাহরুখ কিংবা ক্যাটরিনা কারো পক্ষ থেকেই এ বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
মাত্র এক দিন আগেই নিজের নতুন ছবি ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। ছবির পোস্টারও শেয়ার করেছেন বাদশাহ। নতুন লুকে প্রিয় অভিনেতাকে দেখে মুগ্ধ অনুরাগীরা।
হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। ছবির পোস্টারে দেখা গেছে, শাহরুখের মুখের অর্ধেক অংশ ব্যান্ডেজ দিয়ে ঢাকা। তাঁর হাতেও ব্যান্ডেজ বাঁধা। লাল শার্টের সঙ্গে জলপাই রঙের প্যান্ট পরেছেন শাহরুখ।
২০২৩ সালে পর পর তিনটি ছবি রিলিজ পাবে শাহরুখের। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’। অধীর আগ্রহে শাহরুখের ছবির জন্য অপেক্ষা করতে থাকা ভক্তরা সবেমাত্র উচ্ছ্বাস আরম্ভ করেছিলেন। তারপর এই খারাপ খবরে মন ভারাক্রান্ত ভক্তদের।