আসছে রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ ম্যান ভার্সেস বি
আসছে রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ ম্যান ভার্সেস বি। ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসনকে ইতোমধ্যে দেখা গেছে যুদ্ধে মশগুল থাকতে। না, এ যুদ্ধ কোনো মানুষের সঙ্গে নয়! ছোট্ট একটি মৌমাছির সঙ্গে যুদ্ধ করতে দেখা যায় তাকে। বিশাল এক প্রাসাদে তাকে একাই এ যুদ্ধে শামিল হতে হয়েছে।
আর এ যুদ্ধে হয়েছে অপূরণীয় ক্ষতি। এ রকম এক কাহিনিতে ‘মিস্টার বিন’ চরিত্রের জনপ্রিয় অভিনেতা রোয়ান অ্যাটকিনসনকে এবার পাওয়া গেছে নেটফ্লিক্সে। সেখানে আসছে রোয়ান অভিনীত নতুন সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। ১০ পর্বের এ সিরিজটির ট্রেলার সম্প্রতি প্রকাশ করেছে নেটফ্লিক্স।
ট্রেলারে দেখা যায়, অগ্নিসংযোগ, শিল্পকর্ম নষ্ট করা, অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোসহ ১৪টি অভিযোগ আনা হয়েছে আসামির বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে কিছু বলার আছে কি না, জানতে চাইলে আসামি সব অপরাধের জন্য দায়ী করেছেন একটি মৌমাছিকে। কারণ, সেই মৌমাছিকে জব্দ করতে গিয়ে নিজেই নাজেহাল তিনি। তার ফলেই ঘটেছে এতসব দুর্ঘটনা।
এমনই মজার কাহিনি নিয়ে নির্মাণ করা হয়েছে কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। আর এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রোয়ান অ্যাটকিনসন। ২৬ মে সিরিজের ট্রেলার প্রকাশ্যে এসেছে।
এদিকে নব্বইয়ের দশকের অতিপরিচিত মুখ অ্যাটকিনসন। জনপ্রিয় শো মিস্টার বিন-এর মাধ্যমে দুনিয়াজোড়া খ্যাতি পান এ অভিনেতা। সম্প্রতি আসতে চলেছে মানুষ ও মৌমাছির লড়াই নিয়ে তার নতুন সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। এ লড়াইয়ে কে জিতবে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ২৪ জুন পর্যন্ত। ওই দিন স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সে সিরিজটির প্রিমিয়ার হবে।
মূলত তেলুগু ছবি ’ইগা’ থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে রোয়ান অ্যাটকিনসনকে দেখা গেছে চলচ্চিত্র সিরিজ ‘জনি ইংলিশ’-এ। ৬৭ বছর বয়সী এ অভিনেতার জন্ম যুক্তরাজ্যে। তিনি তিন সন্তানের জনক।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস