স্বাস্থ্য

স্বাস্থ্যবিধি মানাতে কার্যকর সরকারি উদ্যোগ দরকার

নিখিল মানখিন, ধূমকেতু ডটকম: করোনা প্রতিরোধে সঠিকভাবে স্বাস্থ্যবিধি পালনে সরকারিভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা দরকার বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, লকডাউন না থাকলে করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে সঠিকভাবে স্বাস্থ্যবিধি পালন। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। শারীরিক দূরত্ব বজায় দূরের কথা, অনেকে মাস্কও ব্যবহার করছেন না। এতে সংক্রমণ ঝুঁকি রয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ইতোমধ্যে ঘোষিত লকডাউনসহ নির্দেশনাসমূহ শিথিল করেছে সরকার। কিন্তু স্বাস্থ্যবিধি অমান্য করার প্রতিযোগিতা বেশ চোখে পড়েছে। লকডাউন ও টিকার কারণে গত ১৬ দিন ধরে দেশের করোনা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি পালন না করলে অবনতি ঘটতে সময় লাগবে না।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ ধূমকেতু ডটকমকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হার কোনটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। বিধিনিষেধ শিথিলতার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়ো করছে। এর ফলে সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ার আশংকা বাড়তে পারে, তাতে অর্থনীতি আরও বেশী হুমকির মুখে পড়বে। লকডাউনের বিকল্প হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণের উপর জোর দিয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি বিশেষ করে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারি মনিটরিং শক্তিশালী করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডীন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ধূমকেতু ডটকমকে বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরকার প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে পারে। এর সঙ্গে সারাদেশে ব্যাপক হারে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে পোস্টার লিফলেট বিতরণ করতে হবে। পাশাপাশি স্থানীয়ভাবে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে সচেতনতা কর্যক্রম পরিচালনা করতে হবে। প্রয়োজনে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

জনগণ ও প্রশাসনের যৌথ অংশগ্রহণ ছাড়া এই কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে জানান অধ্যাপক এবিএম আব্দুল্লাহ।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা অধ্যাপক ডা. মুস্তাক হোসেন ধূমকেতু ডটকমকে বলেন, স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতেই হবে। এক্ষেত্রে প্রয়োজনে সরকারকে কঠোর হতে হবে। নিয়মিত মনিটরিং চালাতে হবে। করোনা ভাইরাস একটি সংক্রামক ব্যাধি। দেশে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮’ কার্যকর রয়েছে। পরিস্থিতি অনুযায়ী আইনটি প্রয়োগ করেও স্বাস্থ্যবিধি বিশেষ করে মাস্ক ব্যবহার নিশ্চিত করতেই হবে বলে জানান ডা. মুস্তাক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *