চুলের যত্নে প্রাকৃতিক কন্ডিশনারই ভরসা
স্বাস্থ্যকর, সুন্দর ও সিল্কি চুলের জন্য অনেকেই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করে। চুলের যত্নে প্রাকৃতিক কন্ডিশনারই ভরসা। কিন্তু বাজারের কেমিক্যালযুক্ত কন্ডিশনার চুলের সুরক্ষা নিশ্চিত করে স্বল্প সময়ের জন্য। নিয়মিত কেমিক্যালযুক্ত কন্ডিশনারের ব্যবহার চুলের নাজুক অবস্থার জন্য দায়ী।
কন্ডিশনার মূলত চুলের আগার যত্ন নেয়। সঠিক উপায়ে কন্ডিশনার ব্যবহার না করলে তা অতিরিক্ত চুল ঝরার কারণ হয়ে দাঁড়ায়। কন্ডিশনার চুলের গোড়ায় লাগানোর ভুলেই এই সমস্যা বেশি দেখা যায়।
কেমিক্যালযুক্ত কন্ডিশনারের আরেকটি অসুবিধা হলো সঠিক উপায়ে এর ব্যবহারে গোঁড়া অক্ষত থাকলেও আগা সহ প্রতিটি চুল ধীরে ধীরে হয়ে ওঠে রুক্ষ্ম। যা পরবর্তীতে কন্ডিশনার ব্যবহার না করে চুলে সিল্কিভাব আর আনা সম্ভব হয় না।
তাই কেমিক্যালযুক্ত কন্ডিশনারের পরিবর্তে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করলেই এক্ষেত্রে বেশি উপকার পাবেন।
আসুন জেনে নেই চুলের সুরক্ষায় প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করার নিয়ম:
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে সবচেয়ে বেশি কার্যকরী নারিকেল তেল। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য যা মাথার খুশকি সহজেই দূর করে। সেই সঙ্গে চুলের আগা ফাটাও রোধ করে।
নারকেল তেল চুলে পুষ্টি যুগিয়ে চুল পড়া কমায়। শ্যাম্পু করার আগে যদি নারকেল তেল দিয়ে মাথার স্কাল্পে ম্যাসাজ করে নেওয়া যায় তবে তা কন্ডিশনারের কাজ করে। এতে শুধু চুল নয়, মাথার ত্বকের স্বাস্থ্যও থাকে সুরক্ষিত।
কন্ডিশনার হিসেবে বাড়িতে তৈরি করে নিতে পারেন একটি প্যাক। এর জন্য আপনার প্রয়োজন হবে ২ চা চামচ নারিকেল তেল, ২ চা চামচ জোজোবা অয়েল, ১/২ চা চামচ এসেনশিয়াল অয়েল, ২ চা চামচ অ্যালোভেরা।
কন্ডিশনারটি তৈরি করতে সব উপকরণ একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর এই মিশ্রণটি অনেকটাই স্মুথ এবং ক্রিমি হয়ে উঠবে। কন্ডিশনার তৈরি হয়ে গেলে এয়ার টাইট বক্সে ফ্রিজে এটি সংরক্ষণ করতে পারেন।
আরও পড়ুন: গরমে চুলের সানস্ক্রিন ব্যবহার করছেন তো!
এটি কেমিক্যালযুক্ত কন্ডিশনারের মতো নয়। তাই তৈরিকৃত প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহারে কোনো ঝামেলা নেই। তবে এই কন্ডিশনার ব্যবহার করার আগের দিন চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। মাথার ত্বক থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত এই কন্ডিশনার ব্যবহার করতে পারবেন। ৭ মিনিট রেখে ভালো ব্র্যান্ডের কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই পাবেন হেলদি ন্যাচারাল সিল্কি চুল।
সূত্র: বোল্ড স্কাই