জেতার আশা ছাড়ছে না টাইগাররা

দক্ষিণ আফ্রিকার টেস্টে জেতার আশা ছাড়ছে না টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতার জন্য ডারবান টেস্টে বাংলাদেশের সামনে শেষ ইনিংসে লক্ষ্য ২৭৪ রান। চতুর্থ দিন বিকালে শেষ ৬ ওভারে ১১ রান তুলতে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে বাংলাদেশ।

শেষ দিন জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৬৩ রান। প্রোটিয়াদের দরকার ৭ উইকেট।

এমন অবস্থায়ও দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করছেন, এখান থেকেও ব্যাটসম্যানরা জয় এনেন দিতে পারেন দলকে। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের এমন অভিমত জানিয়েছেন সুজন।

টাইগার দলের টিম ডিরেক্টর সুজন বলেন, ‘জিততে হলে ২৬৩ রান করতে হবে আমাদের। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। আমি মনে করি, সারা দিন যদি আমরা ব্যাট করি, অবশ্যই ম্যাচ জেতার সুযোগ থাকবে। প্রথম কথা হচ্ছে কাল সকালে কেমন শুরু করি।’

টাইগারদের পক্ষে পঞ্চম দিন খেলা শুরু করবেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এরপর লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী মিরাজরাও আছেন। ফলে মাঠে বল টার্ন করলেও বা নিচু হলেও জেতার আশা ছাড়ছেন না টাইগারদের টিম ডিরেক্টর।

সুজন আরও বলেন, ‘এখনো বাইরে ভালো দুজন খেলোয়াড় আছে। মুশফিক, শান্ত উইকেটে আছ। এরপর লিটন (দাস) ও ইয়াসির (আলি চৌধুরি) আছে। এখনও আমাদের সম্ভাবনা আছে। আমি জানি কন্ডিশন কঠিন, বল টার্ন করছে, নিচু হচ্ছে। আমরা চেষ্টা করব। এখনও আমরা জেতার আশা ছাড়ছি না।’

ডারবানে শেষ দিন মুশফিকের কাছে সবচেয়ে বেশি চাওয়া সুজনের। টাইগারদের টিম ডিরেক্টরের ভাষ্যে, ‘মুশফিক আমাদের সবচেয়ে সিনিয়র, সবচেয়ে অভিজ্ঞ তার কাছে আমাদের প্রত্যাশা অবশ্যই বেশি থাকবে। নিজের কাছেও তার প্রত্যােশা তেমনই। মুশফিক জানে, তার কাছে দলের চাওয়া কী।’

তিনি আরও যোগ করেন, ‘শান্ত আছে উইকেটে। যেটা বলছিলাম লিটন, (ইয়াসির) রাব্বি আছে। (মেহেদী হাসান) মিরাজেরও একশ আছে টেস্টে। সুতরাং আমরা আশাবাদী, এখনও যদি ধৈর্য নিয়ে ব্যাট করতে পারি, সময় নিয়ে ব্যাট করি, তাহলে এই ম্যাচে আমাদের জেতা সম্ভব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *