বিশ্বে আবারো বাড়লো করোনায় আক্রান্ত-মৃত্যু

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে বিশ্বে আবারো বাড়লো করোনায় আক্রান্ত-মৃত্যু। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

কিছুদিন আগেও ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল বিশ্ববাসীকে। বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৪ হাজার ৭২৬ জন। এ সময় মারা গেছেন আরও ৪ হাজার ৯৪৪ জন।

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১০ লাখ ৯১ হাজার ৪২৩ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৩ হাজার ৪১৩ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৪০ লাখ ৮২ হাজার ৭৬৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ কোটি ৭ লাখ ২ হাজার ৫৭৪ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ২১ হাজার ৯২৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ২৬৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৭৯২ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *