সোশ্যাল মিডিয়াতে প্রতি পোস্টের দাম ২ কোটি
হিসেবে করলে সোশ্যাল মিডিয়াতে প্রতি পোস্টের দাম ২ কোটি টাকা হয়। সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা মিলিয়ন ছাপিয়ে, আর এই জনপ্রিয়তা অস্ত্র করে কোটি কোটি টাকা আয় করে থাকেন তারকারা। একটা পোস্টের জন্য কত টাকা নেন তারকারা, তা জানলে অবাক হবেন নিশ্চয়ই।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ভারতীয় তারকারা কে কত টাকা নেন, সেই তথ্যই এই প্রতিবেদনে। প্রিয়াঙ্কা চোপড়া প্রায় ২ কোটি টাকা নিয়ে থাকেন। একটি পোস্টের জন্য তিনি নিয়ে থাকেন ১ কোটি ৮৭ লাখ টাকা। তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ৫৭.৪ মিলিয়ন।
আলিয়া ভাট একটি পোস্টের জন্য নিয়ে থাকেন ১ কোটি ভারতীয় রুপি। কোনো বিজ্ঞাপন কিংবা প্রোডাক্ট সম্পর্কে তথ্য দেওয়া হক, আলিয়া তার জন্য নিয়ে থাকেন ১ কোটি টাকা। ভক্তের সংখ্যা ৪৯.৭ মিলিয়ন।